মা মা’গো তুমি যে মধুর
তোমা দেখলে অন্তরে পাই সুখ
মা জননী অনেক চেনা
মা যে আমার প্রাণের ছোঁয়া
মা’যে আমার প্রাণের ধন
মা-ই আমার বন্ধু আপন।
যতই বলি মা কথাটা মুখে
যেন ততই মায়ের স্মৃতি
মিশে আছে বুকে।
মা তুমি দিব্যি আপন
তোমার ছোঁয়ায় ভরেনা মন।
মা মা’গো তুমি যে মধুর
ভুলে যাবার নয়
ত্রিভূবন মাঝে তোমার
তুলনা কি হয়?
তোমার ডাক কত যে মধুর
তোমায় ধরে রাখব কত যুগ,
তুমি যখন না থাকিবে
তখন আমায় কে ডাকিবে?
মা মা’গো তুমি আছ বলে
তোমা স্বরে শিশু কথা কয়
তুমি আছ বলে অবনীতে
ফুল ফোটে নদী বয়
পাখি কথা কয়।
জল ফুরালে জল যে পাব
বন্ধু-বান্ধব ফিরে পাব,
মা তুমি চলে গেলে
ফিরে নাহি আর আসিবে,
কেমনি করে অথৈই ধরায়
থাকিব তোমায় ছেড়ে।