তুমি আমায় ভাবতে শিখিয়েছ অঙ্গনা
অর্বাচিন পৃথ্বীর অনেক্ষণ নীরবতা
ভাল লাগেনা আর ভাল লাগেনা----।


নিশার জোৎস্না আমার বসুধাকে করেছে শ্মশান
এখন উঠানে জন্মায় কিছু হাহাকার,অনিদ্রার গান।


সচকিত পাখিগুলোর নীরবতা দেখচি গাছে গাছে--
শুচি পারিজাত আজ ভিজে কয়লার ধোয়ায় শ্বাসরুদ্ধ।


আমার বসুধার রাতগুলো এখন কর্কশ স্বপ্নের মুখচ্ছবি
সর্গছোয়া বসুধার রাতগুলোর সিঁড়ি আজ ভেঙ্গে বিলীন-
প্রতিনিয়ত এখন সিন্ধুপাড় ভাঙ্গার শব্দ শুনি-
বৃষ্টির ভাবনায়।


আমার পারিজাত আধাঁর করেছ তুমি অঙ্গনা
অর্বাচিন পৃথ্বীর অনেক্ষণ নীরবতা
ভাল লাগেনা আর ভাল লাগেনা----।


বরিশাল-২০-১০-২০১৫