বুকের বাম পাঁজরে তীব্র গতিতে নিয়মিত একটা গোপন ব্যাথা
সমুদ্রের ঢেউয়ের মতো দোলায়;
আপন মানুষ পর করিয়া পরকে ভাবলাম আপন
আমার সেই দুঃখটা, কে ভোলায়!


ভিতরে আমার ভয় ছিলো শুধু
প্রতিটি মুহূর্ত তোমাকে হারাবার;
জীবনের সংগ্রামে ভয়ানক দৃশ্য
তোমাকে হারিয়ে, এযাবৎ দেখেছি বহুবার!


সুখের সন্ধানে আটলান্টিক মহাসাগর
দিয়েছিলাম পাড়ি;
ভাবিনি কখনো একবুক দুঃখ নিয়ে
আবার ফিরতে হবে বাড়ি!