আমাদের একটা সকাল ছিলো ভোরবেলা উঠে
বাগানবাড়ি ছুটে;
ছোট-বড় মিলে আম কুড়াতাম
সেইসব দিন নিয়ে গেল লুটে!


আমাদের একটা দুপুরও ছিলো
ছলিমলি কলি;
ডুব দিয়ে বলি
দেইখো ইয়া বড় থলি


আমাদের একটা বিকেল ছিলো
চোখ বেঁধে রেখে যারে পাইবি ছোঁ;
ভুত সেজে বাপু ইয়া...
হাতে কি আছে তাড়াতাড়ি থো!


এখন আর হয়না বয়স গেলো বেড়ে
এ সবই নিলো কেড়ে;
সংসারী চাপে
ছুটে চলি তেড়ে!