হয়তো তুমি জানোনা
হয়তো তুমি খেয়ালই করোনি
বুকের ভিতর আষ্টেপৃষ্টে
ভীষণ আমার জ্বালা!


তুমি জানোনা, সত্যিই কি তুমি জানোনা
নাকি জেনেছ ভেতরের ক্ষত আমাকে খুব কষ্ট দেয়
কখনো দেখেছ? দেখনি,
আমার গলায়, অশান্তির এক মালা!


আমার খুব কষ্ট হয়
কষ্ট হয় অসহ্য যন্ত্রণায়
চারিদিকের হৈ-হুল্লোড় দেখলে আমার খুব হিংসা হয়
পৃথিবী কোত্থেকে কই গেলো!


প্রচন্ড ব্যাথায় কাঁপছি
কাঁপছে আমার হৃদপিণ্ড
আমার অসুখ,  কোথায় যে গেলো সুখ
একটা মানুষ নিয়ে, কি খেলা যে খেলো!