যদি জানতে চাও, তবে জেনো,
পাড়াপড়শি সকলের কাছে,
আমি কেমন আছি;
সুখটুকু কেউ না বলুক, দুঃখ টা,
সে তো যার টা তার একান্ত|
মানুষের হাসির মাঝে আমার কষ্ট লুকিয়ে,
এই দেখো,
সবাইর হাসির পাত্র হয়ে, একটা মূর্তির মতো বেঁচে আছি!


এটা কেউ দেখছে না
কেউ না;
যে যার মতো, আমি জানি,আমি জানি সবাই ব্যস্ত
বিরক্তি হবে বলে আমিও কাউকে বিরক্তি করছিনা!


আমি চাই সবাই বুঝুক
এই যেমন টা আছি
তেমন টাই ভালো
পৃথিবীর  সবাইর থেকে আমি আলাদা,
আমার চাওয়া পাওয়া কষ্ট সুখদুঃখ বলতে কিচ্ছু নাই
আমি বেশ ভালো আছি!


কারো প্রতি আমার অভিযোগ নাই
নাই কোনো অভিমান;
রাগ অনুরাগ ওসব,ওসব ছেড়ে দিয়েছি, আমার
আমার না কিচ্ছুতে মানায় না একুশে দেখেছি এখন চল্লিশেও দেখেছি তার প্রমাণ!


আমার কারো প্রতি অভিযোগ নাই
আমি নিজেই একটা অভিযোগ!