একদিন তোমার সাথে আমার দেখা হবে
পরন্তু বিকেলে নদীর কিনারায়;
হয়তো অনেক কথা হবে কিছু কথা বুজে নিও
যাকিছু বলবো আমি ঈশারায়!


তোমাকে এক পলক দেখার জন্য
অনেক অলিগলি কতো পথ হেঁটে যাবো;
যখন তোমার হাতের আঙুল গুলো আমার মাথায় ছড়িয়ে দেবে
আমার হেঁটে যাওয়ার ক্লান্তি আর থাকবেনা বড্ড শান্তি পাবো!


তোমাকে অনেককিছুই বলা হচ্ছেনা, ইদানিং নিজের প্রতি নিজের আস্থা রাখা
কেমন যেনো দিনদিন হয়ে যাচ্ছে ফেকাসে;
না জানি কখন যেনো উড়ে যাই
ক্ষমীয়ো, যদি যাই তোমাকে না বলেই ঐ আকাশে!