বড্ড একা লাগে নিজেকে
             জানি পৃথিবীতে কেউ কারো নয়
               সব'ই তো দু'দিনেরই আহামারি!


তবুও বেঁচে থাকার জন্য কিছু আশা করি
       প্রতি নিশিতে জেগে থাকি
          হৃদয় মন্দিরে স্বপ্নে একটা সুখের ঘর আঁকি!
ছোট্ট একটা সংসার প্রচন্ডভাবে অনুভব করি,
সেখানে অনেককিছু... হয়তো তারচেয়েও বেশী কিছু থাকবে!


আমার এইসব ভাবনা গুলো, এখন আমার কষ্ট হয়ে দাঁড়িয়েছে,
শত কষ্ট লুকিয়ে রেখে প্রচন্ড আঘাত ধামাচাপা দিয়ে
হেসে বেড়াই,
                      আমিতো এখানেই ধন্য
এই রহস্যময় হেসেখেলে দিন কাটাতে
ক'জনে বা পারে!


কখনো কাউকে বুঝতে দেয়নি আমার ভেতরে কতটা ক্ষত!
কাকে বলবো, কেবা শোনে কার কথা
যেদিকে তাকাই সেদিকেই দেখি মানুষের মুখ মলিনতা,
বড্ড অসহায় লাগে মানুষ গুলা!