চিরচেনা বিলের মাঝে সবুজ ঘাসে;
মজিয়া ছিলাম মোরা চারজন তাসে!


আনন্দ উৎসবে কেটেছিল প্রকৃতির সেই রূপ;
ঘোলা পানি পুকুর ভর্তি তবুও সেখানে দিতাম ডুব!


সন্ধে হলে ঘরে ফিরে দেখতাম মায়ের মুখ;
মায়ের আদর আঁচল ভরা মনে ছিলো কতো সুখ!


বড় হ'য়ে শহর চিনলাম হারিয়েছি সুখের দিন;
দিনের পর দিন খাটাখাটি তবুও থাকি ঋণ!