আজও মনেপড়ে কালকেও পড়েছে পরশু ও ছিলো মনে
ঠিক এখনকারের মতো শ্বাস প্রশ্বাসের সাথে জড়ানো;
এই মনেপড়ার রোগ টা আমার গেলনা
কোনমতেই গেলনা একবিন্দু সরানো!


দূরে আছো তো বেশ ভালোই আছো কাছেই বা কেনো এলে
এই যে ভাবনা জুড়ে জড়ানো মানেই হয়না;
ভালোই তো ছিলাম, আবার কেনো দূরে গেলে
একজীবনে এতো জ্বালা এতো কষ্ট এখন আর সয়না!


বলেছিলে শতশত গল্প এইভাবে নিখোঁজ হবে মুখ গোমড়ে থাকবে
কই কখনো তো আগেপিছে বলনি;
এই যে পুরোটা জুড়ে তুমি তুমি কখনো কি ভেবেছ  আমাকে
আমার মতো ভাবনা হয়? কেমন আছি কোথায় আছি কেমন কাটে দিন রজনী!