রাস্তায় হাঁটতে হাঁটতে এক বিকেলের গল্প
আজ নাহয় তোমাকে শোনাই
দিন তারিখ তেমন কিছু মনে নাই মাস টা ছিলো বৈশাখ;
ছোট থেকেই সপরিবার শহরেই থাকতো হঠাৎ কোনো কারণে অথবা অকারণে গ্রামে আসে
আমাদের পাড়ার মেয়ে লাবন্য, দুষ্টুমির ছলে চোখের ইশারায় আমাকে দিয়েছিল ডাক!


গায়ের রঙ ধপধপে সাদা মাথার চুলগুলো এলোমেলো;
চোখের ধাঁধায় ইচ্ছে হলো গুঁছিয়ে দেই লাবন্যের চুলগুলো!


এইযে রোড ঘাট পাথরের ঢালাই তখনকার এইসব  ছিলনা
ছিলনা মটোরগাড়ির গন্ধ;
লাবন্যের সাথে আমার প্রেম হয়
আমার আজও মনেপড়ে দুজন দু'জনার চোখে চোখ রাখা
লাবন্য আমার ভুল গুলো কখনো দেখেনি বিশ্বাসে ছিলো অন্ধ!