জীবনের অনেক না বলা কথা সুঁই সুতো দিয়ে নকশীকাঁথার মতো;
সেলাই করেছি
আমার দুঃখ যত!


মনের অন্তহীনের গভীরে অনেক কথা জমে আছে তোমাকে বলা হয়নি
তোমাকে বলবো বলে সেই আশায় এখনো বেঁচে আছি;
অনেকবার বলতে গিয়েও ফিরে আসতে হয়েছে না-বলেই
তোমার ব্যস্ততার কাছে আমি বহুবার হেরে গেছি!


তোমাকে হয়তো ফেরাতে পারবোনা, মিছেই আমার চেষ্টা
কারণ তোমার মস্তিষ্কের ভিতর আরও একটা পৃথিবী আছে সেখানেই তোমার বসবাস;
ইচ্ছে করেই আমাকে পুড়িয়েছো
দিয়েছো এযাবৎ যত মিথ্যে আশ্বাস!