আমার রাত পোহায় নিদ্রাহীন
    দেড়টা যুগ গেলো;
          চাঁদটা তুমি রোজ রাতেই আমার সাথে
            মিথ্যে কেনো খেলো!


                     ভালোবাসার তৃষ্ণা
                          আমার জাগলো বুঝি মনে;
আমার এই ইচ্ছেটা হয়তো এই সভ্যতায় বেমানান
                   তাই আমার কথা কে-বা আর শোনে!


         আমার ফুল কলি-টার পাপড়ি গুলো
      যাচ্ছে বুঝি ঝরে;
   এই শহরের মানুষ গুলো যে যার মতো
আমি একলাই থাকি ঘরে!