শরৎ তুমি অনামিকা নামে সেই মেয়েটির মতো
শরৎ তোমার ছোঁয়ায় আমার দুঃখ ভুলি শত!


শরৎ তুমি নীল আকাশে সাদা মেঘের ভেলা;
শরৎ তুমি নদীর বুকে ঢেউ তোলাবার খেলা!


শরৎ তুমি ফুল বাগানে ফুলের কলির মেলা!


শরৎ তুমি বহুদিন পর এসেছ মোর ঘরে;
শরৎ তুমি চলে গেলে অশ্রু আমার ঝরে!


শরৎ তুমি ভোরবেলার কিচিরমিচির পাখি;
শরৎ তোমার প্রেমে পড়ে নিত্য মোরা ডাকি!


শরৎ তুমি বিকেলবেলার শিশুর মুখের হাসি;
শরৎ তোমার হিম বাতাসে নদীর তীরে আসি!


শরৎ তুমি হেলেদুলে দোলাও কাশফুল;
শরৎ তোমার প্রেমে পড়ে ভোমর করে ভুল!


শরৎ তুমি তালের পাতায় বাবুই পাখির বাসা;
শরৎ তুমি কৃষকের মনে ফোটাও অনেক আশা!


শরৎ তুমি মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান!


শরৎ তুমি কবির মনে নানানরকম ছন্দ;
শরৎ তুমি আর কেউ না বেলীফুলের গন্ধ!


শরৎ তুমি সবুজ বাংলার একটি ঋতুরাণী;
শরৎ তুমি রূপেগুণে আমরা সবাই জানি!