একদিন খুব রকমের ইচ্ছে হলো কথা বলবো তোমার সাথে
গিয়ে দেখি তুমি ঝড়ের মুখে বসে আছো ঘরের কোণে;
মনে হচ্ছিলো পৃথিবী ঘিরে মেঘ করেছে ভেতরের বোবাকান্নায় তুমি কাঁদছ
বলেছিলাম স্বার্থপর জগতে তোমার এই কান্না বলতো কে-বা শোনে!


হোহো করে হেসে দিয়ে তুমি বললে
তুমি বোধহয় ভালোই আছো;
আমার আবেগময় চোখেরজল টুকু সেদিন তোমাকে বলেছিলো
পৃথিবীতে কেউ কারো নয় যে যার মতো বাঁচো!


তুমি বোধহয় আমার চোখের জলের ভাষা সেদিন বুঝতে পারোনি
হয়তো তোমাকে বুঝাতে পারিনি কি চেয়েছিলাম কি ছিলো আমার আশা;
চেয়েছিলাম তোমার হাতে হাত রেখে একটা বিকেল হেঁটে বেড়াবো
আমার স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে গেলো
স্বপ্নেই তোমাকে নিয়ে বেঁধেছি বাসা!


তোমাকে আজকাল কেনো জানি বড্ড বেশি মনেপড়ে
তোমার দেয়া অনেক স্মৃতি আমাকে খুব রকমের কাঁদায়;
আচ্ছা বলতো আমাকে ভুলে গিয়ে তুমি কোন্ জগতে আছো
সেই জগতে আমার মতো ভালোবেসে কেউ কি তোমায় হাসায়!