তোমার মনে আছে কী!
সেদিন ছিল চৈত্র মাস!
          টপটপ করে
আমার নাকেমুখে ঘাম ঝরছিল!


তোমার হাতে ছিল ছোট্ট একটি ব্যাগ
ব্যাগের ভিতর থেকে বের করেছিলে
তোমার হাতের সেলাইকরা রুমাল
সেই রুমালের কথা!


তোমার মনে আছে কী!
রুমাল দিয়ে মুখের ঘাম গুলো
মুছে দিতে দিতে বললে
তোমায় অন্তর থেকে ভালবাসি!


তোমার মনে আছে কী!
সেইসব কথা!
আমিও বললাম তোমায়
ভালবাসি অন্তর থেকে!


আচ্ছা আমরা যে ডিঙি নৌকায় ভাসছিলাম দুজনে
সে কথা তুমি ভুলে গেলে
নাকি ভোলোনি!


জানো,
সেই থেকে আজও তোমায় ভালবাসি!
যতদিন এই দেহে প্রাণ থাকবে,
এই কথাটি মনে রেখো,
তোমার প্রতি ভালবাসা
কখনওই কমতি থাকবেনা!