তোমায় দেখবো ব'লে সেই আশায়
আমার ঘুরতে আসা তোমার বাড়ির পাশে;
তোমার চাচাতো বোনে দেখিয়া আমায়
কূটনীর মতো হাসে!


তোমার জামা ছিলো উঠনরোদে
ঝুলতে থাকে মিষ্টি রঙের ফিতা;
পাশ দিয়ে যাইতেছিল গণেশ বাবু রাম রাম হরি হরি
আরও যেনো কি পড়তে আছে গীতা!


তোমার দুলাভাই বলেছিল আমার সাথে
তোমার না-কি দেবেনা'কো বিয়া;
সেই কথা শুনিয়া আমি দিলাম তারে নাকের উপর  কিল
তুমি ভুল বুঝনা লক্ষীসোনা তুমি আমার টিয়া!