তুমি কি কখনো আমার ছিলে
মনেপ্রাণে কল্পনা জুড়ে কেনো যে থাকো, সবই মিথ্যে মিথ্যে তোমার থাকাথাকি;
আমার কল্পিত নকশিকাঁথায় রঙবেরঙে উৎসবের আর্টিস্ট
সেখানে আছো তুমিই' তোমাকেই যত আঁকাআঁকি!


তোমার রাজ্যে কখনোই তো আমার বসবাস হয়নি
অথচ, অথচ আমার আনাচেকানাচে ভেতর বাহির শুধুই তুমি;
কেমন যেনো গল্পের মতো বাস্তব জীবন টা, গল্পের রাজ্যেও তুমি
তোমার এই থাকার মধ্যে একটুকরো সুখ ভেবে বেঁচে থাকি আমি!