এ-কী অলক্ষুণি আঘাত  
দিয়েছ তুমি;
ভেতরে তোলপাড়
বাহিরে মরুভূমি!


হরেকরকম দুঃখকষ্ট পেয়েছি বহুবার
এ জ্বালা আর সয়না;
মনের কথা লুকিয়ে রাখি, পচেগলে
এখন আর মনে রয় না!


তোমার সুশীলে আমিও কখনোসখনো উপভোগ করেছি
কানামাছি কত ঠাট্টা তামাশা;
সেইসব আনন্দ আমাকে গভীর ভাবে ভাবায়
যুগে যুগ গেল চল্লিশে রেখেছি পা এখনো নিরাশা!