একটা নতুন স্বপ্ন দেখব বলে-
বহু স্বপ্নকে,গাছের মতন উপড়ে ফেলেছি আমি !
রাতের তীব্র ঝড়ো বাতাসের তরে-
আহত গাছের শিকড় যেমনে থাকে,
আমার স্বপ্নও তেমনি করে বাঁচে !
কুঠারের ঘা তে চিড়ে পড়ে থাকা মৃত গাছের মতন।
একটা নতুন স্বপ্ন দেখব বলে-
একটা সুখের তৃপ্তি  পাবার ছলে-
অনেক সুখকে, পাখির মতন হত্যা করেছি  আমি!
নীরব দুপুরে মন্দ নিশানা হয়ে-
মূর্ছিত পাখি যেমনে ডানাটা নাড়ে
আমার সুখও তেমনি করে বাঁচে !
শিকারির গুলি খেয়ে পড়ে থাকা কাতর জন্তুর মতন।
একটা নতুন স্বপ্ন দেখব বলে-
একটা কষ্টকে দূরে ঠেলে দিব বলে
বহু কষ্টকে, ব্যর্থ প্রেমিকের মত ভালবেসেছি আমি
বিরহে দুমড়ে থাকা মনটা যে করে -
প্রিয়ার আশায় শুধু পথটি চেয়ে থাকে
আমার ব্যথাও তেমনি করে বাঁচে।
জলের জন্য অপেক্ষিত ফাটল ধরা মাটির মতন ।
একটা নতুন স্বপ্ন দেখব বলে।।