ও আমার মাতৃভূমি , মায়াবতী দেশ
কি জন্য আজ তোমার , জরাজীর্ণ বেশ?
অনিয়ম আচড়ে ক্ষত-বিক্ষত তুমি
আর কতদিন সইবে সর্বংসহা ভূমি?
সবুজ বক্ষে বহিস্কৃত করিয়া ব্রিটিশ
একত্তরে অরিদেরও করেছ ফিনিশ;
বাহান্নয়ে বুনেছিলে আশার বীজ জানি
দুর্জনেরা ছিনছে তব স্বর্ণ শস্য টানি।


কোমল বুকে দাপটে বেড়ায় , ওরা কারা?
রক্তখেকো, দেশদ্রোহী , সর্বনাশা কি তারা?
প্রেমিকের বেশে ঘুরে ফিরে দেশে মম
ধূর্ত রাজাকার  সকল শয়তান সম ।
দূর্নীতিবাজরা দেয় স্বীয় রক্তে কামড়
আর ক্ষমতালোভীদের ধারাবাহিক  ফাপর ।
১৬ কোটি  জন সাজছে যেন সান্ত্রী ; আর-
গুটি নষ্টরাজরা  অভিনেতা অভিনেত্রী ।
ক্ষমতা বাণিজ্যে মুখোশধারী কালো জোক।
জ্ঞাতি রক্ত  খাচ্ছে পরজীবী লোক ; আর-
রুধির শুন্য নিস্তেজ তেজস্বী বাঙালি
নিরন্তর গড়ছে সপ্নের আকাশে  বাড়ি।
তারা স্বীয় ভূমির প্রেমে বাধি করি চিৎকার-
ভালবাসি তোমায় ওগো স্বদেশ আমার।


কবে আসিবে নিষ্পাপ স্বাধীনতা  তোর ?
মন্দের শাসন টুটে , হবে কবে ভোর ?
১৬ কোটি  লাশ আজ প্রাণ চায় দেহে
মিথ্যা প্রতিশ্রুতির স্বাদ কত আর সহে ?


ও আমার কল্যাণময়ী , শান্তিপ্রিয় ভূমি ,
মার্জনা চাহি  তব কদম  তলে চুমি ।
হিম রক্তের তব সন্তানেরা অসাড়,
সহে যায় শুধু লাঞ্চনাখানি তোমার ।


জানি আশা ফুটবে ছেদিয়া সব হতাশ
জাগ্রত হবে গণ,  শতরু হবে বিনাশ ।
বিদায় হবে বৈষম্য আর অন্যায়ের
প্রতীক্ষা মিটবে আমার সর্ব ভাই-বোনের।


উঃঢাঃ