* ঘরে আর ফিরবো না, এ ঘর বাবার
পকেটে নেই টাকা, খাবো না যে  খাবার
হাওয়া খাবো, এগিয়ে যাবো  কোলাহলে
অতি কষ্ট, জীবন নষ্ট এ চলাচলে।
পিপাসায় পানি পেলে, গলাটা ভিজাবো
আকাশের তারা দেখে, রাতটা পোহাবো
মনে আছে চেতনা, সাহসটুকু পেলে
  বীরত্ব দেখাবে, গৃহত্যাগী এই ছেলে।
ঘরে আর ফিরবো না, এ ঘর বাবার
হারিয়েছি পাইনি, স্বাদ জাগে পাবার।
কে শুনে মোর কথা, কেউ বুঝে না কিছু
আমি বলি সোজাকথা, হয়না কেউ নিচু।
ভাগ্যের চাকাতে ফকির হয়ে যা রাজা
ঘুরে ফিরে একটা, দাবার গুটি সাজা
  ভয়ে লাফ, দেয় ঝাঁপ বহুতলে আগুন
সবুজের মাঝে এলো,  বসন্ত ফাগুন।
তবু ঘরে আর ফিরবো না, ঘর বাবার
সাবধানে পা রাখি, বাঁচতে চাই আবার।