ভুল করেছি ধাপে ধাপে,পাপ করেছি অজান্তেই
এমন সময় হুঁশ ফিরেছে,মাফ চাচ্ছি একান্তেই
হে চির মহমান্বিত প্রভু,আপনার অসীম শক্তি
চোখে না দেখেও করেছি শুধু,আপনাকে ভক্তি।
আপনার নামে মাধুর্য অনেক,হৃদয়ে লাগে দুলা
মৃত্যু আসুক যতই কাছে,আপনাকে যাবেনা ভুলা
ইবলিশের ঐ কুমন্ত্রনায়,অন্তর করে শুধু,অস্থির
ভালো কাজের নজির দেখলে,পাই আমি সুস্থির।
সুস্থ সুন্দর,দেহ,মনন,এখনও,হয়নি তেমন,তাজা
হে আমার মহমান্বিত প্রভু,আপনি দিচ্ছেন,সাজা।
শাস্তি পাচ্ছি,আলহামদুলিল্লাহ,মাফি যেনো পায়
আপনার কাছে বিশটি বছর,আরও ভিক্ষা চাই!
বিশটি বছর,আমল করবো,সমাজ,ধর্ম মিলে
আপনার কাছে,ঐ চাওয়া,আপনি সম্মতি দিলে।
আপনি চাইলে,হয়না এমন কিছু,দু-জাহানে নাই
আপনি আমার অন্তর্যামী,অনুভবে আপনাকে চাই।
হে আমার চির মহমান্বিত প্রভু,কবুল করুন মোরে
বিশটি বছর আমার কাছে,এখনও অনেক দূরে।
চাইলে আমায় দিতে পারেন,অতি উত্তম,এই দান
আমার কাছে আপনি হলেন,শুধুই মেহেরবান।