* একদিন শান্ত মনে ভাবতাম,শৈশবের রঙ
             চিরকাল রবে অবিকল,
বাতাসের গন্ধে ফুলের সুঘ্রাণে,এসেছিল নারী
            চুল খুলে মৃদু ঘাসে জল।
একদিন শান্ত মনে ভাবতাম,দুপুরের রৌদ্র
        কখন কমবে,সবুজের মাঠে,
চোখের পাতায়,অন্তহীন ইচ্ছে লয়ে ছুটে যাব
       পল্লী মায়ের সেই,ধূসর হাটে।
একদিন শান্ত মনে ভাবতাম,পৃথিবীর পথে
          বিশাল আকাশ হয়ে হাসি,
আমাকে রংধনু তার সাতটি রঙে,সুখ দিবে
          ভাবতাম,স্বপ্ন ভালবাসি।
আজ ও অশান্ত মনে ভাবি,ফাল্গুন আকাশ পাব
       ভালবেসে,কোকিলের গানে,
একদিন এভাবেই যাব হারিয়ে,রক্তকমল
         নারীর লিখিত অভিধানে।