* পুরনো হৃদ-পাজরের সেই ক্ষতটা
    একগুচ্ছ নারীর উপহার,
    দুখের সহস্র আরেক নাম,অবহেলা
    প্রেম প্রিতীর রক্ত সমাহার।
    আমি রুক্ষ-শুষ্ক, বৃক্ষ, নাকি উল্লুক
    বিশ্বাস করা, সংশোধনে ভুল,
    অন্ধকারে ইচ্ছা, মৌনতার দায়
    সে নারীর স্ব-চরিত্র ফুল।
    অবশেষে মেনেছি,ভালবাসা লোভ
    চাওয়া পাওয়ার স্বপ্ন মাঝে,  
    আজ আমি জেনেছি ,নারীর সেই ক্ষোভ      
    লাবণ্যময়ী,রূপের ঈর্ষা, কাজে।
    প্রেমিক হৃদয়, বারবার হয় সদয়
    অভিমান দূরে রেখে,আড়ালে,
    নারীর প্রতিক্ষায়,একলা একা কবি
    এ সময়ে,নারী পাশে দাঁড়ালে।
    কবি মন আহ্লাদে নাচিতো বটে  
    আজ সেই নারীর দেখা নাই।
    প্রেমের জন্য ক্ষমা চাইতে ক্ষতি ছিলনা  
    তবু, নারীর মনটা নাহি পাই।