প্রত্যেক বছর,শেষ পূর্ণীমার রাতে
চান্দের আলোয়,ভরা জোছনায়
আমাকে আমি খুঁজি,আর
খুব করে বুঝার চেষ্টা করি
আমি কি আজও মানুষ হতে পেরেছি?
পূর্ণীমা চান্দের,ভরা জোছনায়
চারিপাশ আলোকিত
অপূর্ব লাগছে,দেখতে
ঠিক,তেমনি আমার হৃদয় কি
আদৌ,আলোকিত হতে পেরেছে?
কুৎসিত,মৌনটা'কে মাটি চাপা দিয়ে
সুন্দর একটা মৌনের,তালাশি
আজও কি করিতে পেরেছে সে ?
নাকি,সুন্দর একটা মৌন খুঁজতে
সেই,রহমতের পূর্ণীমার আলো
আজও ওঠেনি সেই নীলিমায়?
খুব জানতে ইচ্ছে করে,
তাই,নিজেকে জানার চেষ্টা করছি
তবে,আমার মনে হয়
আমি,মানুষের মতো মানুষ হতে
আজও পারিনি,পারিনি,বদলাতে
হারিয়ে যাওয়া,আদর্শের,সেই সমাজকে!