ত্যাজি রূপে ঘূর্ণিময় পৃথিবী,প্রতিনিয়ত ঘুরছে  
ব্যস্ততায় হিমশিম,
তার সাথে পাল্লা দিয়ে,সময়ের পাতা ঝরছে
আমার প্রাপ্তি, ঘোড়ার ডিম।
নিরালস্য প্রাণ,ব্যাপক স্বাধীনতা পেয়ে ক্লান্ত
আমি পথভ্রষ্ট কবি,
এই দেহে তপ্তশ্বাঃস মাখা বিস্ময় মরুভূমি  
ধূসর পান্ডলিপির ছবি।
ব্যর্থতার আকাশে,আমি ধ্রুব তারা হয়ে জ্বলি    
আঁধারচিত্রে,ধ্বংস ধন্যা,  
সফলতার শিখা,অতন্দ্র,কল্পলোক মেঘপুঞ্জে আড়াল  
উন্নত আয়ুরেখার বন্যা।  
পৃথিবীর দেয়ালে,অযোগ্য খোয়ালে
ছিন্নবাস করে,আমি ভাঙ্গা ককপিট,
চোখে আমার আলোকিত স্বপ্ন,ভালবাসা রঙে
  চারপোকা নামে কীট।
  স্নিগ্ধ জীবনের দেখা নাই,অদ্ভুত আঁধারিয়া  
  সব কীর্তিনাশার দিকে,
  ডুবে যাই দিবসের রবি, নির্জন রাতে  
  সনদ কি আর হবে লিখে।
  ক্রমশই,ঘূর্ণিময় পৃথিবী দিব্যি ছুটে যাচ্ছে  
  ব্যস্ততায় হিমশিম,
  জানি,আজ আমি রয়েছি স্তব্ধ জঞ্জালে উদাসীন
  আমার প্রাপ্তি, ঘোড়ার ডিম।  


***********---***********