* আমার স্বপ্ন দেখা,বড় ক্লান্তিকর
   শুধু, মিথ্যে হল,
   কালে,কালে যে স্বপ্ন জীবনভর
   আমি দেখেছি,
   বহুকাল আগেই,তার অর্ধপতন
   সত্যি,হয়েছে।
   আমার জন্য অপেক্ষমাণ,কোন
   প্রেয়সি কি
   কখনও, দাঁড়িয়ে ছিল বা, আদৌ
   দাঁড়িয়ে রয়েছে ?
   আমার স্বপ্নগুলো কি,আজও
   সত্যি হয়েছে ?
   আমার স্বপ্নগুলো,ব্ল্যাকহোল এর
   মত দেখতে
   কষ্ট দিয়ে সুখ পাখি গিলে নেয়
   কবিতা লিখতে।
   আমার স্বপ্নগুলো, ব্ল্যাকহোল এর
   মত দেখতে !
   মানুষ আমি,এক নিবেদিত প্রাণ
   চির মহত্ত্বে,
   আমার জীবন,ঘন রহস্যময় অকাল
   বহু তত্ত্বে।
   আমার স্বপ্ন দেখা,বড় ক্লান্তিকর
   জানিনা,কেনো মিথ্যে হল।