* লাল সবুজের ফেস্টুন হাতে নিলে
লাল সবুজের পাঞ্জাবি আর
লাল সবুজের শাড়ি পড়লেই
বাঙ্গালি হওয়া যায় না।
স্বাধীনতার জন্য রক্ত দেওয়া
স্বাধীনতার জন্য ত্যাগ দেওয়া
দেশপ্রেম বটে।
কিন্তু, আমরা সবাই জানি
স্বাধীনতা অর্জন করার চেয়ে
রক্ষা করা অনেক কঠিন !
এর প্রমান সচরাচর
বাংলাদেশে পাওয়া যাচ্ছে আজকাল।
বাংলাদেশ আজ স্বাধীন,
তবে গণতন্ত্র আজও পরাধীন।
আমার অধিকারে, আমি বলবো
চুপ থাক বেয়াদব,
তর আবার কিসের অধিকার।
দেশের হয়ে, দশের হয়ে কথা,বলবে
শুধু মাত্র একটি দল,
কোনদল নাকি কোন্দল?
তুমি যখন বলবে কথা সত্য
কুড়ে রেখেছো কি গর্ত ?
সেখানে হবে তোমার সত্য বলার ঠিকানা।
লাল সবুজের পতাকা উড়ানো মানে
এই না যে, আমরা স্বাধীন।
উচ্চস্বরে,ঠোটে ঠোট মিলিয়ে
সোনার বাংলা গান গাওয়া মানে
এই না যে আমরা স্বাধীন।
স্বাধীন মানে, কারো অধীনে থাকা না,
স্বাধীন মানে আমি, তুমি, সবাই মুক্ত
স্বাধীন মানে, বাঁধা দেওয়া যাবে না ঐক্যে।
স্বাধীন মানে,চেতনা থাকবে লক্ষে।
তাই, আমি আবারও বলছি
লাল সবুজের ফেস্টুন হাতে নিলে
লাল সবুজের পাঞ্জাবি আর
লাল সবুজের শাড়ি পড়লেই
বাঙ্গালি হওয়া যায় না।