* পৃথিবীর ইতিহাসে আমি এক বোকা,
মানুষকে ভালবাসি, দেয় তারা ধোঁকা
পৃথিবীর ইতহাসে আমি এক বোকা।
ভালবাসি লতাপাতা ভালবাসি পাখি
আকাশ"কে ভালবেসে একা বসে থাকি
ভালবাসি ফুল ফল গাছে থোকা"থোকা
পৃথিবীর ইতিহাসে আমি এক বোকা।
ভালবাসি নদীজল শাপলার ফুল
রাশি,রাশি অাঁখিজল, আমি মানে ভুল
ভালবাসি  নর নারী, গরীব ভিখারি
উদাসী পথিক হয়ে, দেশান্তর ছাড়ি।
ভালবাসি জ্ঞানী গুণী, শিক্ষার আসরে
ভালবাসি ভাষা মধু,  বাংলার বাসরে।
পৃথিবীর ইতিহাসে, আমি এক বোকা
সাহিত্য দর্পনে আজও আমি খোকা
ভালবাসি মানুষকে দেয় তারা ধোঁকা।
পৃথিবীর ইতিহাসে,আমি এক বোকা।


স্থান:- ঢাকা,মিরপুর -১৩ ব্লক সি
তারিখ:- ১৮/০৩/১৯ইং
সময়:- রাত ৮.০০টা