মুক্ত স্বাধীন কবির আত্মাদর  
      নয়তো অধীনে কারো,
  শুধু সৃষ্টি হয়ে স্রষ্টার প্রেমেতে
        ভালবাসা থাকে দৃঢ়।  
  উদাসী চলাচল বাবরি চুলে
     আকাশ পানে থাকিয়ে,  
নয়নের অশ্রু, কত স্মৃতি দেখে
       হৃদ পাথরে লুকিয়ে।
কতোটা প্রাপ্তি রেখে, ত্যাগের গ্লানি  
       ক্ষয়রোগ, মূল্যবোধে,
কবির এই যাত্রা, বুঝেনা মাত্রা
         সবদিক নির্বোধে।
  নিন্দাবাদে নিন্দুকের জয়গাঁথা
        অপবাদে কষ্টলভ্য ?  
কবি তাতে মরেনি, অযোগ্য রূপে
    জেনে রাখো নব-সভ্য।  
মানুষের কথার ফসল আমি  
      জীবন্ত গোলক ধাঁধাঁ,
  ব্যক্তিস্বার্থে  ভাষা শিখিনী ঠোঁটে
     হয়ে মিথ্যে কাজে বাঁধা।
বৈশাখী প্রলয় দেখেছো  ধরায়
         আমি ও করি ধ্বংস,
সত্য দিয়েই মিথ্যের নিমজ্জিত
        নষ্ট ম্লানে এক অংশ।
  আমার মত মুর্খামি পতনে  
      অংশীদার কেউ নাই ,  
মুক্ত স্বাধীন আমার আত্মাদর  
     জগতে আমি যা-তাই।


  **********---*********