* আমি চেয়ার টেবিলে এসে বসলাম
      তারপর সদ্য কিছু অঙ্ক কষলাম
    তবু অঙ্কে আমি বার বার করি ভুল
   ভাবি এ মনে, চিড়ে দেই মাথার চুল।      
     বীজগণিত,পাটিগণিতের সে সূত্র
   মাথায় করেনা কাজ,আমি নাকি ছাত্র?    
ওরে বাবা,আমি হাবা হাতে লহে ডাইরি    
  ছন্দে,গদ্যপদ্যে হারিয়ে গেলাম মাইরি।    
আমি অঙ্কটা কাটিয়ে বাংলায় ফাটিয়ে
    দুর্লভ স্বভাবে দিয়ে গেছি পরীক্ষা,  
হিসেব মতে চিন্তার খঞ্জনীতে অবশেষ
    পাশ করেছি সন্তোষিত সমীক্ষা।
  এভাবেই তৃষ্ণার্ত গলে বিদ্যা সাগর
উতাল পাতাল জ্ঞানে পার করেছিলাম  
বাংলা আমার জন্মিবার চির ভাষা
  স্বার্থক ভবে,আমি নাকি ছাত্র ছিলাম !