যদি কেউ তোমাকে বলে,তুমি অনেক পাপী
তখন তুমি মুচকি হাসি দিয়ে বলবে
আলহামদুলিল্লাহ,
নিশ্চয় আমি পাপী!
কিন্তু,আমি প্রার্থনা করি তুমি যেনো নেকি হও।
যদি কেউ তোমাকে বলে,তুমি ভালো হয়ে যাও
তখন তুমি,নিজেকে,শুধরানোর প্রতিজ্ঞা করে
তাকে বলবে,
ইনশাল্লাহ,নিশ্চয় আমি
মহান রবের জন্য
নিজেকে ভালো করে তুলবো,
তুমিও নিজেকে ভালো রেখো!
যখন কেউ তোমাকে বলে,অমুক লোক ভালো না
তমুক লোক ভালো না,
তখন তুমি,লজ্জাবোধ করে বলবে
আরে ভাই,
আমিই তো এখনও,ভালো হতে পারিনি
আর,তুমি কি পরিপূর্ণ ভালো হতে পেরেছো?
তখন সেই লোকটি চলে যাবে,
আর তুমি পাবে,তখন পাপ থেকে মুক্তি।
কেননা,
মানুষ ভুলের উর্দ্ধে না,মানুষ মাত্রই ভুল
তাই বলছি,শুনো হে মানবিক লোক
রোগকে যেমন ঘৃণা করো,রোগীকে নহে,
তেমনি,পাপকে ঘৃণা করো,পাপীকে নহে!
নিজেকে আগে পরিপূর্ণ হতে হবে