আমিই সেই মানুষ,আমাকে মনে করে দ্যাখো
জানি,এত সহজে মনে পড়বে না আমাকে!
আমার চোখে আর মুখে,রক্তের নেশা
সেই নব্বই দশক হতে আমার পদচারণা
অবহেলার অন্ধকার গলি ধরে,একা একা হেঁটে
আলোর মশাল হাতে,আবার ফিরে এসেছি!
একটা সময় তোমরা আমাকে কষ্ট দিয়েছো
অবহেলা আর ঘৃণার চাদরে ঢেকে দিয়েছো!
দূর দূর করে তাড়িয়ে দিয়েছো,কুকুরের মত
আমি সবকিছু ভুলে,আবার ফিরে এসেছি
তোমাদের মাঝে,ধরত্রীর সব রং নিয়ে
আমাকে আবার তাড়িয়ে দিবে না ত তোমরা?
আমিই সেই মানুষ,সমস্ত পৃথিবীর মেঘলা আকাশ
আমার ভিতরে বিরাজ করে,কটু কথার বিষে!
মানুষ বললে ভুল হবে আমাকে,আমি এক
দাঁড়িয়ে থাকা ভাস্কর্য,চাইলেই কথা বলতে পারি না
চাইলেই মানুষকে প্রশ্নবিদ্ধ করতে পারিনা,
চাইলেই,মানুষের অন্তরে বিষ ঢেলে দিতে পারি না!
দিনে দিনে বহু বেড়ে গেছে দেনা,আর ঋণ
তোমাদের আঘাতেই,পেয়েছি আমি শুভদিন।
শুধু,আঁধার রাতে,বাধার পথে,ঐক্য,চেতনা চাই!
আমিই সেই মানুষ,ভেদাভেদ ভুলে বাঁচতে চাই
আর সুন্দরতম,এক নতুন পৃথিবী,দেখিতে চাই
আমিই সেই মানুষ,তোমাদের সাথে থাকিতে চাই!