* আক্রোশে,আপনি যা শুরু করেছেন
   তা গুজব বলে উড়িয়ে দিতাম,
   বহু আগেই,যদি আপনি পাগল হতেন!
   কিন্তু,আপনি ত মোটে ও পাগল না
   আপনি যে সূত্র ধরেছেন?
   তা,কেবলি আপনার রপ্ত করা কূ-চক্র
   যেমন কাক সেজেছে ময়ূর।
   আপনি নিজের খাবেন,দশের খাবেন
   আর আমরা,বসে বসে আঙ্গুল চুষবো ?
   আপনি নিজে ডুবেছেন,পাপ সাগরে
   আমাদের কে ও ডুবাতে চাচ্ছেন?  
   আপনি যাচ্ছেন যান,ফায়দা লুটতে।
   আমরা অপেক্ষা করেছি,আরও করবো
   শান্তির আহ্বানে,শান্তির দিকে ছুটতে।
   জীবন নরক করব,প্রয়োজনে  
   আমরা একদিন মারা যাবো,
   আর আপনি মনে হয়,অমর হয়ে এসেছেন
   সুন্দর এই ধরাতে !
   পাপ দিয়ে, মানুষে মানুষে দন্ধ দিয়ে
   ধরত্রীর গা,নষ্ট ম্লানে ভরাতে,
   আর আপনি মনে হয়,
   অমর হয়ে এসেছেন,সুন্দর এই ধরাতে ?