জ্বলন্ত অগ্নিতে হাত দিয়েছো কখনও
সাহস হয়নি তাইতো?
আমি হেঁটেছি,
তার অধিক জ্বলন্ত অগ্নিতে!
মানুষরূপি শয়তান,দেখেছো কখনও
দেখেছো হয়তো
আমি দেখেছি,মুকুশের আড়ালে
ভিতরের শয়তানটাকে!
তুমি,দুর্বার,সংগ্রামী,হয়েছো কখনও
হতে চেয়েও,হতে পারোনি
তাইতো?
আমি হয়েছি,কলমের কালিতে
জ্বাগ্রত,এক রণ বীর।
মৃত্যুকে হাতের মুঠোয় রেখে
তুমি কি সত্য বলেছো কখনও
বলা হয়নি,তাইতো?
আমি বলেছি,কবিতার অক্ষরে,অক্ষরে
ছুঁড়ে সত্যের তীর।
বিপ্লবী হতে,টাকা পয়সার দরকার নেই
দরকার,
চেতনা বুকে রেখে,দৃঢ় প্রত্যয়ের সাথে
সঠিক সময়,সঠিক সত্য,প্রকাশ করা।