সব তো আমারই ভুলে হয়েছে,এই যে
ভুল করে তোমাকে ভালবেসে গেলাম
মনের কল্পনা দিয়ে চোখের ভেতরটাই
তোমার নামের কবিতা লিখে দিলাম।
ভালো নেই,তবু ভালো আছি শ্লোগানে
দুখের মিছিল করে,নিঃশ্বাস পেলাম!
এই,সব তো আমারই ভুলে হয়েছে ?
তোমার অনুভূতি নিয়ে,খেলা করিতে
পারি নাই বলে,তুমি খেলে গেছো সূক্ষ্ম
অযথা ভালবাসার জন্য,যুদ্ধ করেছি
উষ্ণ ঠোঁটে,মৃত চুম্বনের গভীরতায় শুষ্ক।
সব তো আমারই ভুলে হয়েছে,উত্থান
ভালবাসা চলে যায়,স্মৃতিগুলো যায় না
বেঁচে থাকে দেহের কঙ্কালে,বর্বর পতন।
কথা নয়,অবহেলা দিয়েছিলে সেই তুমি
মৃত শহরের পাশে,তবু বেঁচে আছি আমি
ভুল বিশ্বাসের ফল,একটি নিক্ষেপিত সাগর
চোখে কালো পট্টি বাধা,হাতে যে নাগর
মৃত্যুর প্রতিধ্বনি,বিদায়,বিদায়, বলছে
অন্ধকারে মুখ লুকিয়ে,সেই পথে চলছে।
রূপ গেলো আজ তোমার,বিস্ময় শোকে
গোলাপের পাপড়ির মত,নষ্ট যৌবনমুখে
সব তো আমারই ভুলে হয়েছে,এই যে
ভুল করে তোমাকে ভালবেসে গেলাম
মনের কল্পনা দিয়ে চোখের ভেতরটাই
তোমার নামের কবিতা লিখে দিলাম।