স্রষ্টাকে যারা বিশ্বাস করে না
আমি,দোষ দিবো কি তাদের,
হয়তো তারা কপাল পুড়া
যেমন,কলঙ্ক আছে চাঁদের।
চাঁদের অনেক আলো আছে
জোছনায় ভরপুর,
চাঁদের তেমন কলঙ্ক আছে
রচনায় ভরপুর।
আমরা মানুষ,বহুরূপী
পাপ সাগরে
জীবন তরী ভাসিয়ে দিই,
আবার পূর্ণের সাগরে
জীবন তরী ভাসিয়ে দিতে
ছলনার আশ্রয় নিই!
আমরা,সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে
করে যায় বাহাদুরি,
বিপদে পড়লে,কাতর স্বরে
আবার,স্রষ্টার পা ধরি।
উনার কাছে তখন ক্ষমা চাই,
আমরা,
আগের সব পাপ ভুলে যাই,
তখন নিজেকে ভেবে যায়
ধোঁয়া তুলসী পাতা,
আর কতকাল,আমরা
অন্ধকার,পথের যাত্রী হব?
এবার,ঠিক করো নিজ মাথা!
স্রষ্টাকে যারা বিশ্বাস করে
তারা করেনা,বারাবাড়ি,
এখনও আছে,অনেক সময়
তালাশে,ফিরে আসো তারাতাড়ি
স্রষ্টাকে যারা বিশ্বাস করে
তারা করেনা,বারাবাড়ি।