স্রষ্টাকে যদি,ভালোবেসে থাকো
তাহলে,নিজেকে পবিত্র রাখো
নিজেকে যদি,মানুষ মনে করো
তাহলে,মহৎকর্ম,আঁকড়ে ধরো
আমি কেমন,তুমি কেমন,কর্মে
স্বভাবে তা,এই দেহে,ফুটে ওঠে
একমাত্র মূর্খরাই,চোখ বন্ধ করে
একগ্রচিত্তে,খারাপের দিকে ছুটে
আমি কেমন,তুমি কেমন,কর্মে
স্বভাবে তা,এই দেহে,ফুটে ওঠে!
যেমন কর্ম,তেমন ফল,মহা সত্যে
উপলব্ধিতে,বুঝতে আজি সক্ষম
স্রষ্টার ভালোবাসা ছাড়া,আমরা  
কাঙ্খিত,দো-জাহান,পেতে অক্ষম।