* একটি কথা বারেবার
   মনে পড়ে আজও
   তার মাঝখানে ফেলে আসা
   সেই দিনগুলি,
   একটি স্কুলের মাঠ
   সামনে পুকুর স্মৃতি,
   মেয়ের প্রেমে আঁচর কাটা দাগ
   কেমনে ভুলি।
   দিগন্তের দিকে থাকিয়ে
   ভুলে যাই আবার,
   নিচু হয়ে বসে থাকি
   জলভরা, দুটি চোখে,
   আঘাতে আঘাতে পাথর হয়
   এই মনটা
   ক্রমাগত এইভাবে
   বিরহ ভাসে মুখে।
   বসন্ত আসে,কোকিল ডাকে
   ডালে ফুটে ফুল,
   আষাঢ় আসে,আকাশে মেঘ ভাসে
   ঝরে বৃষ্টি,
   বকুলের মালা শুকালো
   ভালবাসা লুকালো
   পড়েনি তবু আমার প্রেমে,
   মেয়ের শুভ দৃষ্টি।
   সহজে তারে চাইতে গিয়ে
   জীবন শেষ,
   অতীত গেলো,বর্তমান গেলো
   ভবিষ্যৎ ছাই,
   তবে,ভুলিতে পারার নাম
   ভালবাসা নই,
   নিভৃতে, অবশেষ,এই  কথাটি
   বলে যাই।