গানের ভুবন,সুরের জীবন
কবি মন যাহা চাই,
প্রেমো সঙ্গীত,আপন ইঙ্গীত
এ ভেতরে তাহা নাই।  
বলেছি কত,এই কথাটা শুনো
সময় তাহার কই.?
পুড়েছি আমি,বিরহ ব্যথাতুর
ডুবায়ে ভাসায়ে রই!
একলা পথিক,কত অবেলায়  
কাহিনী লুকায়ে যত,
কোথাকার ভাব,আমার স্বভাব
নয়তো তাহার মতো।
বিষাদ সঙ্গীত ক্রন্দন সুরের
স্মৃতির পাতার গান,
খ্যাতি আমার হারিয়ে গেছে ,শূন্য
পাপের তরে প্রমান।
কালামুখে কলঙ্কময়ী সাগর  
কূল মান গেল শেষে,  
আমার আমি রে চিনলাম না যে
কখন কিসের বেশে ?



     পর্ব বিভাজন :- ১২+৮