* ব্যর্থতার আকাশে এই আমি
   ধ্রুব তারা হয়ে জ্বলি,
   ব্যথার পাহাড় গড়েছি আমি
   তাই একলা একা চলি।  
   আমার এই দু'চোখ আগুন দেখে
   যেদিকে আমি যাই,
   এ হৃদয়, বিরহের তুষ জ্বালিয়ে
   আমাকে করছে ছাই।
   অপূর্ণতায় কষ্ট কিসের,শর্তবিহীন
   এই হাত
   পূর্ণতার নেশায় মত্ত্ব আমি, এ বড়
   কঠিন রাত।
   জন্মভূমির পর প্রাণের রিয়া,তুমি ও
   দিয়েছো দীক্ষা,
   প্রেমের নামে প্রতারণা,আপাদমস্তকে
   দিলো সে শিক্ষা।
   আমার অঙ্কুরিত সেই ফসল আজ
   কষ্টের লেখা কবিতা,
   পঁচিশ বসন্তের চৌকাঠে পা,এক পা
   অন্ধকার পথে সবিতা।
   ব্যর্থতার আকাশে এই আমি
   ধ্রুবতারা হয়ে জ্বলি,
   ব্যথার পাহাড় গড়েছি আমি
   তাই একলা একা চলি।
   আজকাল বুকে নেই চেতনার মাঠ,
   অভিমানে থামি,
   ত্যাগের গ্লানি টেনে তৃপ্তির সে হাটে
   চির বোবা আমি।