এই লেখা বুকের গাঢ় ভাজ থেকে আসে
   আমি লিখি হিবিজিবি কত কি!
তোমার মেধার রুগ্নতা,তা বুঝবে না
             কোনদিন,
ব্যাঙের ছাতার মত তুমি ও খুঁজবে
          মাথা গোছার  ঠাঁই
এভাবে কতদিন চলবে যে যার মত?
  তুমি আধিপত্যের চারাগাছ লাগাও
   অসহায়ের উপর জবরদস্তি করে,
আর তারা বুক ফুপিয়ে কান্না করে করে
           ক্ষুধার্ত হয়ে মরে।  
এভাবে কতদিন চলবে একতরফা?
এই লেখা নানা বাঁধা বিপত্তির পরও আসে
   এসেই মস্তিষ্ক গরম করে আমার।
আমি আজও বিদ্রোহী হতে পারলাম না
       চুপ থাকো, চুপ থাকা,মঙ্গল,
না হলে রটিয়ে দিবো তুমি আস্ত একটা পাগল
           ক্ষেত-আর জংগল।