চর্চা করা ভালো,নব সন্ধানে,সত্যের পথে
উন্মোচিত হয়,নয়া দিগন্তের রবি,
সত্যের সন্ধানে,দৃঢ় প্রত্যয়ে,সদা সর্বদা
ছুটে চলে,সন্ন্যাসী,সাধক,কবি।
কবি,সে-তো সত্যের ছবি,হৃদয়ে
স্রষ্টাকে করে লালন,
জীবন চলার সাথী,সময়ের সেই বাঁতি
বিশ্বাস ধরে,পালন।
জানা’র শেষ নেই,জানতে হবে,তালাশে
অর্জিত,সেই ধারায়,
ভরপুর জগতে,হাসি,বিদ্রুপ,আর ঠাট্টায়
মূর্খরা'ই সব হারায় !
সূক্ষ্ম,চিন্তাধারা,দেখিয়ে দেয়,সেই পথ
সত্যের প্রকম্পিত সন্ধি,
কষ্টের পরেই,সুখের সেই,স্বর্গ রাজ্য
ভালোবাসা করে বন্ধী।
চর্চা করা ভালো,নব সন্ধানে,সত্যের পথে।