* নীতি আদর্শের বাণী
   সবাই বলিতে পারে,
   কেউ চাহে না,সমাজ'কে
   সুন্দরে সাজাতে।
   সততার মুখোশ পরে সবাই
   দিব্যি,থাকিতে পারে !
   কেউ কি জানে,সত্যের সেই
   পিণ্ডিটা কে বাজাতে ?
   কিসের এত চক্ষুলজ্জা
   কিসের এত তালাশ ?
   নিজে বাঁচলে বাপের নাম
   এতটুকুই,খালাস।
   এভাবেই চলছে,কে কি বলছে
   নর বা নারী,
   ক্ষমতা যখন আছে,টাকা যখন আছে
   পারি।
   কেউ করে খাল দখল,কেউ করে
   অবাধ বস্তি,
   যেখানেই থাকুক,অসহায় তারা
   আমাদের ত স্বস্তি।
   সমাজে খুন,হত্যা,ধর্ষণ,
   গোলাগুলি বর্ষন
   তুমি আর তোমার সংঙ্গীরা
   যখন,ক্যাডার
   বই পড়ে কি লাভ,মনুষ্যত্ব নেই,
   আছে শুধু অর্ডার।
   অর্ডার, অর্ডার, অর্ডার,
   দেশ ছাড়ার অর্ডার, চুপ থাকার অর্ডার
   কত কি!  
   তবু আমি কি,চুপ থাকতে পারি ?
   নীরব থাকতে পারি?
   পারি না।  
   বিবেক আমাকে,সদা জাগ্রত করে তুলে
   অন্যায়ের বিপক্ষে,
   অজস্র কবিতা লেখার জন্য।