জীবনে,একটা সমীকরণে,আটক আছি
পৃথিবীর কোনো শক্তি নেই,
এই জটিলতা হতে,আমাকে মুক্ত করবে!
শুধু একমাত্র,এই সমীকরণের,জঠর
খুলে দিতে পারে,আমার মহান সেই রব
যিনি,আমাকে সৃষ্টি করছেন,নিজ ইচ্ছায়
তিনিই,আমাকে মুক্ত করতে পারে,
উনার হাসি,খুশি বা সেচ্ছায়!


তিনি স্রষ্টা,আমি উনার সৃষ্টি,তিনি চাইলেই
আমার উপর উপচে পড়তে পারে,
উনার রহমতের সেই,কুদরতি বৃষ্টি।
তিনি চাইলেই,আমি হতে পারি মুক্ত,
তিনি চাইলেই,
আমি হতে পারি আবার,মহৎকর্মে যুক্ত।


বিশ্বাসে,পূর্ণতা আনে,পূর্ণে আনে, সুখ
ভবিষ্যতের কথা জানি না আমি,
হে'প্রভু,আমাকে তুমি,দিও না আর দুখ!