* তাকে হারিয়ে,একাকী পথিক হাটে
    অমাবস্যার রাতে হাটে,
    জোৎস্নার পুঞ্জির রাতে হাটে
    দিগন্তের পর,দিগন্তের মাঠে
    একাকী পথিক হাটে!
    তাকে হারিয়ে বসন্তের ফুল ফুটে
    কত কোকিল আসে
    তার গান আর ভালো লাগেনা!
    এই মনে নতুন করে আর
    প্রেম জাগে না।
    তাকে হারিয়ে,কিশোর এখন যুবক
    এক দৃষ্টে থাকিয়ে থাকে সে
    ভালবাসার উন্মাদ।
    তাকে হারিয়ে,হলুদ পাঞ্জাবীর হিমু
    হয়ে গেছে আজ দেবদাস!
    বোকার মত কত পথিক হাটে
    দিগন্তের পর,দিগন্তের মাঠে!
    তবু পাষাণীরা আর ফিরে আসেনা।