* এত সুখের দরকার নেই
দুঃখ আমার এক নিত্যসঙ্গী
আর আমি একাকীত্বের রাজা,
হৃদয়ে প্রেম দরকার নেই
ঘৃনায় ভরেছে বুক হতাশে
তাইতো ত্যাগের বাঁজনা বাজা।
নষ্ট আমি, কষ্ট নিয়ে মানুষ
তখনো ছিলেম, এখনো আছি
তারপর ও,ওঠেনি সে রবি,
যেমন আঘাতে আসে কবিতা
জগতে তারে, জন্ম দিয়ে বাঁচি
কবিতার জন্য বলবো না কবি ?
এত খ্যাতির দরকার নেই
আমি, সুখী হতে আর চাই না।