উদাসী হৃদয়,আবেগে ভাঁসে উতলা
সবাইকে,মনে হয় আপন,
বিস্ফোরিত হৃদয়,ব্যথিত হয়ে বুঝেছে
বাস্তবতার পরশে,সবি নাটক
আসল সুত্রটাই,গোপন!
কাউকে,অন্ধ বিশ্বাস করতে নেই,
না জেনে,না বুঝে,কাহারো প্রতি
অতি মাত্রায়,ঝুঁকে পড়তে নেই।
কথায় আছে,অতি ভক্তি চোরের লক্ষণ
তাই,সাবধান,নিজেকে,সবসময়
গুটিয়ে রাখতে হবে,নিরবতার মগ্নে।
নিজেকে রাখতে হবে,বোকার স্বর্গে
দেখাতে হবে,বোকার রাজ্যে বসবাস
কিন্তু,আসল সুত্রটাই থাকবে,গোপন।
যদি নিজেকে,ঘুচিয়ে রাখতে না পারো
তাহলেই ক্ষতি,তোমার নেই আর গতি
তোমার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবে
তোমার কাছের,ও দূরের আপনজনেরা!
এজন্যই,বলছি,কাউকে
অন্ধ বিশ্বাস করতে নেই,আবেগে।
আগে জানতে হবে,বুঝতে হবে,অতঃপর
হিসেব কষে,সুত্র অনুযায়ী,ফল নামা'ও
আমি,আবারও বলছি,
কাউকে অন্ধ বিশ্বাস করতে নেই,আবেগে।