* আজ হয়েছিল দেখা তর সাথে
            হঠাৎ করেই,
   এলি তুই স্কুলের ক্যানভাসের
            পথটি ধরেই।  
   তুই সে আগের মতন আছিস
            হাসি আর খুশি,
    আমি ত এটাই চাই তর সুখে  
           স্বপ্ন বারোমাসি ।
  জানিস আমি নেই আর আগের
           উদাস ছেলেটি,
   অভিমানে গড়েছি আমি,দুখের
         সেই সেলিব্রেটি।
   মানিস হয়তো শেষ বিকেলের
           আমি সেই কবি,  
   শূন্যতার আকাশে রঙের খেলা
             অপরূপ ছবি।  
  সত্যি বলছি তোকে যে ভাব"ছিনা
            তবু তুই এলি,
   তাই মন বাগিচায় চাই ফুল
          অলি হয়ে খেলি।
   ক্রমশই যৌবন যাচ্ছে রে চলে
         আমি শ্লোকে থাকি,
  আজ হয়েছিল দেখা তর সাথে
           কথা ছিল বাকি।
ক্রমশই যৌবন যাচ্ছে রে চলে
          ওরে প্রাণ পাখি।

* ১২/৬ মাত্রায় (অক্ষরবৃত্ত কবিতা)


  *********-----*********